প্রতিনিধি 16 April 2025 , 4:40:17 প্রিন্ট সংস্করণ
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে বিএনপি নেতা আব্দুল মমিনের উপর সন্ত্রাসী হামলা ও হত্যার চেষ্টার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। বুধবার বিকালে রোহিতা ইউনিয়ন বিএনপির আয়োজনে রোহিতা বাজারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন ভূইয়ার উপর হামলাকারীদের দ্রুত আটকের দাবী জানান হয়।
প্রতিবাদে সমাবেশে বক্তব্য রাখেন, রোহিতা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আতিয়ার রহমান, সিনিয়র সহসভাপতি আবু হাসান মাষ্টার, বিএনপি নেতা রুহুল আমিন ভুইয়া, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন পিন্টু প্রমূখ।
উল্লেখ্য, গত রোববার রাতে ব্যবসায় প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে রোহিতা ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন ভুইয়াকে হত্যার উদ্দ্যোশে তার উপর হামলা চালায়। এ ঘটনার মনিরামপুর থানায় মামলা হলেও ঘটনার সাথে জড়িত কাউকে পুলিশ আটক করতে পারেনি।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী বলেন, ঘটনার সাথে জড়িতদের আটকের জোর চেষ্টা চলছে।