মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মনিরামপুরের দূর্বাডাঙ্গা ইউনিয়নের
কামিনীডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙ্গে ফেলে
টয়লেট স্থাপনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৩ ফেব্রুয়ারী
মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ
করেছেন প্রতিষ্ঠানটির দায়িত্ব প্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ কামরুল হাসান।
সরজমিন ও প্রাপ্ত অভিযোগে জানা যায়, কামিনীডাঙ্গা মাধ্যমিক বালিকা
বিদ্যালয় ও কুশারীকোনা-কামিনীডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়
প্রতিষ্ঠান দুটিই একই প্রাঙ্গনে অবস্থিত। শহীদ দিবসে একটি শহীদ
মিনারে প্রতিষ্ঠান দুইটি জাতীয় দিবস পালন করে থাকে। কিন্তু গত ১৫
জানুয়ারী কুশারীকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ
আব্দুর রশিদ ও সুকুমার মল্লিকের নেতৃত্বে ওই শহীদ মিনার ভেঙ্গে ফেলে একই
স্থানে ল্যাট্রিন স্থাপন করেন। কামিনীডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের
শিক্ষক-কর্মচারী ও স্থানীয়দের আপত্তি স্বত্ত্বেও বিকল্প শহীদ মিনারের ব্যবস্থা না
রেখে তারা প্রায় জোরপূর্বক রাষ্ট্র বিরোধী জাতীয় মর্যাদা ক্ষুন্ন করার
কাজটি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকার
শিক্ষার্থী ও এলাকাবাসী তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর
দাবি জানিয়েছে।