অন্যান্য

মনিরামপুরে বিধবা নারীর ৬ টি গরু চুরি

  প্রতিনিধি 5 March 2025 , 10:46:42 প্রিন্ট সংস্করণ

মনিরামপুর(যশোর)প্রতিনিধি
যশোরের মনিরামপুরে গোয়ালঘরের তালা ভেঙে বিধবা এক নারীর ছয়টি গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার মাঝিয়ালী গ্রামে এ ঘটনা ঘটেছে। চুরি হওয়া ছোট-বড় ছয়টি গরুর আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা হবে বলে জানান ভুক্তভোগীরা।
ওই নারীর নাম সেলিনা খাতুন (৫০)। এত টাকার সম্বল হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন বিধবা সেলিনা খাতুন। পাঁচ-ছয় বছর আগে কীটনাশক ছিটাতে গিয়ে বেগুনখেতে বিদ্যুতায়িত হয়ে তার স্বামী আনসার আলীর মৃত্যু হয়।
ক্ষতিগ্রস্ত সেলিনা খাতুন বলেন, আটটা গরু পুষেছি খুব কষ্টে। মঙ্গলবার রাত ১১টার দিকে গোয়ালে তালা দিয়ে ঘুমিয়ে পড়ি। এরপর রাত ৪টার দিকে সেহরি খেতে উঠলে দেখি গোয়ালঘরের দরজা খোলা। দৌড়ে গিয়ে দেখি আমার গোয়ালঘর ফাঁকা। দরজার তালা ভেঙে গোয়ালের আটটা গরুর মধ্যে ছয়টা নিয়ে গেছে।
তার দেবর মিকাইল হোসেন বলেন, আমি রাত দেড়টার দিকে বাইরে গেলে দেখি গোয়ালে সব ঠিকঠাক আছে। এরপর ভাবির কান্নার চিৎকার শুনে উঠে দেখি গোয়ালে ছয়টা গরু নেই। দৌড়ে বাড়ির একটু দূরে গিয়ে রাস্তায় গরুর ছেঁড়া দড়ি ও একটা গ্যাসলাইট পাইছি। সেখানে গাড়ির চাকার দাগ দেখেছি। সঙ্গে সঙ্গে মসজিদের মাইকে গরু চুরির ঘোষণা দিয়ে আমরা চারদিকে খুঁজতে বেরিয়েছি। কোনো এখনও খোঁজ পাইনি।
স্থানীয়দের ধারণা, ছোট পিকআপে করে চোরচক্র গরু নিয়ে গেছে। রেখে যাওয়া দুটি গরুর মধ্যে একটার পায়ে নতুন ক্ষত দেখে ধারণা হচ্ছে গাড়িতে জায়গা না থাকায় চোর চক্র গোয়ালের বাকি গরু দুটি রেখে গেছে।
সেলিনা বেগমের আরেক দেবর জাকির হোসেন বলেন, ভাই কোনো জমি রেখে যেতে পারেননি। ভাবি তিন ছেলের মধ্যে বড় ছেলেকে অনেক কষ্টে বিদেশে পাঠিয়েছেন। একটা ছেলে ছোট। মেজ ছেলে মুরাদ মাঠে জমি বর্গা নিয়ে চাষের কাজ করে। বাড়িতে ভাবি গরু পালন করে সংসার টিকিয়ে রেখেছেন। এখন চোর তাঁকে নিঃস্ব করে গেছে। বুধবার সকালে থানায় গিয়ে গরু চুরির বিষয়ে পুলিশে জানাইছি।
সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেলে) এমদাদুল হক, মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি নূর মোহাম্মদ বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চোর চক্র চিহ্নিত করতে আমরা কাজ করছি।
পুলিশি টহল নিয়ে স্থানীয়দের অভিযোগের বিষয়ে ওসি বলেন, স্থানীয় ক্যাম্প পুলিশ রাতে এলাকায় টহল দেয়। এ ছাড়া থানার দুটি গাড়িতে রাতে পুলিশের টহল অব্যাহত আছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ