মনিরামপুর(যশোর)প্রতিনিধি।।
মনিরামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ছাত্র নেতা হাসাইন ইকবাল সানি সভাপতিত্ব করেন। ছাত্র নেতা কাজী শরিফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ(ওসি) নূর মোহাম্মাদ গাজী, বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন খান, পিআইও সাইফুল ইসলাম প্রমুখ।