অন্যান্য

মনিরামপুরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন

  প্রতিনিধি 27 April 2025 , 7:07:18 প্রিন্ট সংস্করণ

মনিরামপুর( যশোর)প্রতিনিধি

যশোরের মণিরামপুরে চলতি মৌসুমে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলা সরকারি খাদ্য গুদামে এ ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন সংগ্রাহক কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইন্দ্রজিৎ সাহার সভপতিত্বে এবং খাদ্যগুদামের ভারপ্রাপ্ত অফিসার (ওসিএলএজডি) মতিয়ার রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শাহরিয়ার হোসেন, মনিরামপুর প্রেসক্লাবে সভাপতি এস এম মজনুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তাকিম আল রাব্বি সাকিব, রাইচ মিল মালিক সমিতির সভাপতি অরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মোস্তাফিজুর রহমান। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইন্দ্রজিৎ সাহা জানান, এবার ধান সংগ্রহ করা হবে ৩৬ টাকা কেজি দরে এক হাজার ৯শ’ ৩১ মে:টন। চাল সংগ্রহ করা হবে ৪৯ টাকা কেজি দরে মোট ৩ হাজার পাঁচশ’ ৩৭ মে:টন। দেশব্যাপী ২৪ এপ্রিল থেকে সংগ্রহ শুরু হলেও মনিরামপুরে শুরু করা হয় ২৭ এপ্রিল থেকে এবং শেষ হবে ৩১ আগস্ট।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ