প্রতিনিধি 19 October 2024 , 1:47:40 প্রিন্ট সংস্করণ
মণিরামপুর,প্রতিনিধি (যশোর) :
যশোরের মনিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় হরিপদ শীল নামে এক সেলুন মালিক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যার পর উপজেলার মনোহরপুর দাসেরহাট বাজারের পাশে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এলাকাবাসী জানায়, খাকুন্দি গ্রামের মৃত সন্তোষ শীলের ছেলে হরিপদ শীল (৬৫) শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বাইসাইকেল যোগে দাসেরহাট বাজারে নিজ সেলুনে যাওয়ার জন্য রওনা হয়।পথিমধ্যে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পিছন থেকে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নেহালপুর পুলিশ ফাড়ি ইনচার্জ আব্দুল হান্নান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।