প্রতিনিধি 11 December 2024 , 9:04:58 প্রিন্ট সংস্করণ
মনিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মনিরামপুরে খাল বাটভিলা এলাকায় মাঠের ভিতর থেকে জহুরুল ইসলাম (৫০) নামে এক ব্যবসায়ির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার ভোরে স্থানীয়রা মাঠের মধ্যে পাকা রাস্তার ধারে লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেন। পুলিশ লাশের পাশ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। মোটরসাইকেলটি নিহত ব্যবসায়ীর বলে জানা গেছে।
লাশের মুখের নিচের পাটির কয়েকটি দাঁত ভাঙ্গা। বাম চোখে ক্ষত চিহ্ন রয়েছে। ঘটনাটি হত্যা না সড়ক দুর্ঘটনা উপস্থিত তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।
নিহত জহুরুল ইসলাম একই উপজেলার গোবিন্দপুর গ্রামের খোরশেদ ছানার ছেলে। উপজেলার কোনাকোলা বাজারে তার পাইপের দোকান রয়েছে।
স্থানীয় গোবিন্দপুর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহিম বলেন, মঙ্গলবার রাত আটটার পর দোকান বন্ধ করে বাজার থেকে বেরিয়ে পড়েন জহুরুল। এরপর রাতে আর বাড়ি ফেরেননি তিনি। সকালে দুর্বাডাঙ্গা বাজার হতে পূর্বদিকে মাঠের মধ্যে রাস্তার পাশে জহুরুলের লাশ পড়ে থাকতে দেখা গেছে।
ইউপি সদস্য আব্দুর রহিম আরও বলেন, এই রাস্তা দিয়ে জহুরুলের
বাড়ি ফেরার পথ। রাতে বাড়ি ফেরার পথে কি হয়েছে তা অনুমান করা যাচ্ছে না। আলামত দেখে ঘটনা এক্সিডেন্ট বলে মনে হচ্ছে না। জহুরুলের সাথে কারও শত্রুতা ছিল এমন কোন তথ্যও পাওয়া যাচ্ছে না।
মনিরামপুর থানার উপ পরিদর্শক তাঁরা মিয়া বলেন, আমরা ঘটনাস্থলে আছি। ময়নাতদন্ত না হলে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।