প্রতিনিধি 1 March 2025 , 5:39:34 প্রিন্ট সংস্করণ
মনিরামপুর(যশোর)প্রতিনিধি
মনিরামপুরে নবনির্বাচিত উপজেলা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেনকে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান।
মুক্তিযোদ্ধারা এ সময় শহীদ ইকবাল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সদস্য বীর মুক্তিযোদ্ধা ইছাহাক আলী, আলাউদ্দিন আহমেদ, ইকবাল হোসেন, আকামত আলী, অখিল চন্দ্র, গোলাম রসুল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক আব্বাস উদ্দিন, রাজু আহমেদ, পৌর কৃষকদলের আহ্বায়ক মোস্তফা আনোয়ার প্রমুখ।