অন্যান্য

মনিরামপুরে শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন

  প্রতিনিধি 12 April 2025 , 8:00:53 প্রিন্ট সংস্করণ

মনিরামপুর যশোর প্রতিনিধি

 

যশোরের মনিরামপুর শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক ৫ জন প্রার্থী ভোট যুদ্ধে নামে। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহণ চলে। এ নির্বাচনে মোঃ আশফাকুর রহমান নান্নু বই প্রতীক নিয়ে ১৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দী প্রার্থী মাসুদ রানা টগর পেয়েছেন ১১০ ভোট। এ ছাড়া সাধারণ সম্পাদক পদে ফিরোজ আলম ১৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে অপর দু’প্রার্থী তজিবুর রহমান ও সিরাজুল ইসলাম যথাক্রমে ৭৬ করে ভোট পেয়েছেন। ত্রি-বার্ষিক এ নির্বাচন অনুষ্ঠিত হয় মনিরামপুর  উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে। উপজেলা সমবায় কর্মকর্তা তারিকুল ইসলাম এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। সুত্র মতে ৩২৫ জন মোট ভোটারের মধ্যে ২৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অবাদ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সকাল থেকে নির্বাচন শেষ অবধি আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা ছিলেন। শিক্ষকদের নিয়ে এ সংস্থা ত্রি-বার্ষিক নির্বাচন হলেও রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিরাও তাদের পছন্দের প্রার্থীর পক্ষে ভোট দিতে কার্যক্রম চালিয়েছেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ