অপরাধ

মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২

  প্রতিনিধি 28 January 2025 , 12:12:40 প্রিন্ট সংস্করণ

 

রিপন হোসেন সাজুঃ

 

যশোরের মনিরামপুরে ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংর্ঘষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর দুই জন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাজারহাট-চুকনগর মহাসড়কের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, যশোরগামী একটি মালবাহী ট্রাক রাস্তা দিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যান সড়ক পার হওয়ার সময় দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ভ্যানের মধ্যে দুই নারী ও এক শিশু ছিল। ভয়াবহ এই সংঘর্ষে ভ্যানটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে ভ্যানচালক উপজেলার খানপুর ইউনিয়নের ফেদায়পুর গ্রামের মোসলেম হোসেন (৫৫) মারা যান। হাসপাতালে নেওয়া হলে মুন্সিখানপুর গ্রামের রবিউল ইসলাম রবি’র স্ত্রী রূপা খাতুন (৪৫) মারা যান। এছাড়াও নড়াইল জেলার জাহির হোসেনের স্ত্রী মিম খাতুন (২২) ও তার একবছর বয়সী শিশু কন্যা গুরুতর আহত হন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী রোকনুজ্জামান রিকন বলেন, দুপুরে হাসপাতালে সামনে ইঞ্জিনচালিত চালিত ভ্যান রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক স্বজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যান চালক মারা যান। মনিরামপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের অফিসার সাফায়াত বলেন, মালবাহী ট্রাকের নিচ থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। এছাড়া অন্যদেরকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে রূপা নামে অপর এক গৃহবধূ মারা যায়। মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাইফউদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত মা ও শিশুকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়েছে। মনিরামপুর থানার উপ-পরিদর্শক অমিত কুমার দাস জানান, স্থানীয়দের সহযোগীতায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ