মনিরামপুর (যশোর)প্রতিনিধি :
চাঁদা না পেয়ে বাউল সম্রাট সুফি সাধক ফকির লালন শাহ্’র স্মরণে মনিরামপুরে দুই দিনব্যাপী সাধু সংঘের আসর দুর্বৃত্তদের হামলায় পণ্ড হয়েছে। সোমবার দুপুরের দিকে উপজেলার পাড়দিয়া গ্রামের ডিসপেন্সারি মোড়ে ফকির মন্টু শাহের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে অনুষ্ঠানের আয়োজক মন্টু শাহ্’কে জিম্মি করে ভাঙচুর ও লুটপাট চালায়।
জানাযায়, গেলো এক যুগ ধরে বছরের এই দিন ১০ অগ্রাহয়নে মন্টু শাহের বাড়িতে সাধু সংঘের আসর হয়ে আসছে। এ বছরের ১৩ তম আসরের আয়োজন করেন ফকির মন্টু শাহ্ । সোমবার দুপুরের পর থেকে বিভিন্ন জায়গা থেকে বাউল, সাধু, লালন ভক্ত ও অনুসারিরা সেই আয়োজনে যোগদানের উদ্দেশ্যে আসতে শুরু করেন। তাদের রীতি অনুযায়ী সন্ধ্যার পর থেকেই কর্মসূচি পালন করেন তারা। এরপর এশার পর থেকে শুরু হয় আসরের মূল কার্যক্রম। কিন্তু কার্যক্রম শুরুর আগেই একদল দুর্বৃত্ত সেখানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়।
আসরের আয়োজক মন্টু শাহ্ অভিযোগ করে বলেন, চাঁদার দাবিতে পূর্ব পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটানো হয়েছে। কোন রাষ্ট্রবিরোধী কথাতো দূরের কথা । সাধু সমাবেশের মাধ্যমে মানুষের আত্মশুদ্ধিই হলো এই আসরে মূল উদ্দেশ্যে। এসময় আসরে উপস্থিত সাধু সংঘের সদস্যদেরর উপরও দুর্বৃত্তরা চড়াও হয়। জেলা বাউল সমিতির সেক্রেটারি পরিতোষ বাউল ক্ষুব্ধ কন্ঠে বলেন, যে গোষ্ঠী এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
ফকিরানী রিজিয়া পারভীন বলেন, তারা গেলো ১২ বছর ধরে এই আসরে আসেন। কিন্তু এবার যা ঘটলো তা সত্যিই দুঃখজনক ও বাউল সম্প্রদায়ের উপর চপেটাঘাতের শামিল।
এদিকে এ হামলার ঘটনার খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। মনিরামপুর থানার ওসি (দায়িত্বরত) পলাশ কুমার বিশ্বাস জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি।