প্রতিনিধি 9 July 2025 , 5:49:54 প্রিন্ট সংস্করণ
মনিরামপুর( যশোর) প্রতিনিধি।।
যশোরের মনিরামপুরে সেই আলোচিত বিষ্ণুপদ মল্লিক নায়েব অবশেষে কেশবপুরে বদলি হয়েছে। বুধবার (৮জুলাই) যশোর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার স্বাক্ষরিত ১১৯৪ নং স্মারকে তাকে বদলির আদেশ দেওয়া হয়েছে। অবশ্য এই আদেশে আরও নয় জনকে বদলি করা হয়েছে। তবে, বিষ্ণু পদকে আগামী ১৬ জুলাইয়ে মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। বিষ্ণু পদর বদলির খবর নেহালপুর এলাকায় ছড়িয়ে পড়লে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
জানা গেছে, মনিরামপুর উপজেলার নেহালপুর ভূমি অফিসের বিতর্কিত এই নায়েব বিরুদ্ধে চলতি বছরের গত ২১মে বুধবার দুপুরে দূর্নীতি দমন কমিশন (দুদক) -এর একটি টিম ওই ভূমি অফিসে অভিযান চালান। অভিযানের দীর্ঘ ৪৮ দিন পর বিষ্ণুপদ মল্লিককে নেহালপুর ভূমি অফিস থেকে বদলি করে পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার কাটাখালী ভূমি অফিসে বদলি করা হয়েছে। ঘুষখোর বিষ্ণু পদর বদলির খবর নেহালপুর এলাকায় ছড়িয়ে পড়লে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
তহসিলদার (নায়েব) বিষ্ণুর বিরুদ্ধে পানি এনে দেবার জন্য একজন, নাস্তা খাওয়ানোর জন্য একজন, কাগজপত্র দেখানোর জন্য আউট সোর্সিং-এ চারজন, অফিস সহায়ক হিসেবে একজন এবং খাজনা আদায়ের জন্য আরও একজনকে দিয়ে কাজ করানোর অভিযোগ রয়েছে। এছাড়া অফিস কেন্দ্রিক দালালও আছেন কয়েকজন। তারপরও জনবল সংকটে কাজ করতে পারেন না তিনি। এমনটিই দাবি মনিরামপুরের নেহালপুর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার বিষ্ণুপদ মল্লিক। তিনি নেহালপুর ইউনিয়ন ভূমি অফিস কেন্দ্রিক গড়ে তুলেছিলেন ঘুসের সাম্রাজ্য। এছাড়া জমির নামজারি, কাগজপত্র দেখিয়ে দেওয়া এবং খাজনা আদায়ের ক্ষেত্রে গ্রাহক সেবার নামে অতিরিক্ত অর্থ আদায় ও সেবা গ্রহনকারিদের হয়রানিসহ নানা দুর্নীতির অভিযোগে ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, তার বাড়ি নেহালপুর ভূমি অফিসের পার্শ্ববর্তী পোড়াডাংগা গ্রামে হওয়ায় তিনি কাউকে তোয়াক্কা করেন না। আওয়ামীলীগ ঘরোয়ানা এই বিষ্ণুপদ মল্লিক আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালিন অদৃশ্য খুঁটির জোরে ঘুষ বাণিজ্য মগ্ন হয়ে যান। আর এই ঘুষ বাণিজ্য করে তিনি ভারতে জমি ক্রয় করে সেখানে আলিশান বাড়ির কাজ শুরু করেছেন। যে কারনে তিনি প্রায়ই ছুটি নিয়ে ভারতে পাড়ি জমায় বাড়ির কাজ দেখভালের জন্য। এছাড়াও প্রচার রয়েছে মনিরামপুর পৌর শহরে কয়েক জায়গায় জমি ক্রয় করেছেন।
বিষ্ণু পদর বদলির খবর তার কর্মস্থল নেহালপুর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে স্বস্তির নিঃশ্বাস পড়েছে। আম্রঝুটা গ্রামের বারিক গাজী, মিজানুর রহমান, নেহালপুরের শফিকুল ইসলাম, আব্দুস সাত্তার, দত্তকোনা গ্রামের রিপন হোসেন, আব্দুল গফুর, কপালিয়ার হারুন অর রশিদ, বালিধা গ্রামের মোস্তাক হোসেন সহ আরও অনেকেই বলেন, বিষ্ণু নায়েব দীর্ঘদিন ধরে নেহালপুর ভূমি অফিসে দূর্নীতির আখড়া গড়ে ছিলেন। টাকা ছাড়া তার কাছ থেকে কোন ফাইল নড়তো না। বিতর্কিত এমন নায়েবের বদলিতে আমরা নেহালপুর এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফিরে পেয়েছি।