প্রতিনিধি 24 June 2025 , 10:26:46 প্রিন্ট সংস্করণ
মনিরামপুর(যশোর) প্রতিনিধি:
সারাদেশের ন্যায় বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে সোমবার যশোরের মনিরামপুরে বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা পরিষদের জিমনেশিয়ামে আয়োজিত কার্নিভালের উদ্বোধন শেষে ৩০ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আফজাল উর রহমান, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুর রহমানসহ স্কাউটস সংশ্লিষ্টরা।
বিকেলে উপজেলা মিলনায়তনে আয়োজন করা হয় পুরস্কার বিতরনী অনুষ্ঠানের। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্কাউটসের সভাপতি নির্বাহী অফিসার নিশাত তামান্না।সম্মানিত অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হেসেন। স্কাউটসের কমিশনার জিএম মাকসুদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আফজাল-উর-রহমান, প্রেসক্লাব সভাপতি মজনুর রহমান, আসাদুজ্জামান রয়েল, স্কাউটসের সম্পাদক হামিদুল ইসলাম, অডিটর আব্দুর রাজ্জাক, নীহার রায়, গ্রুপ সভাপতি আসাদুজ্জামান, আনোয়ারুল কবির প্রমুখ। পরে তিন গ্রæপের মোট ১৮ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।