প্রতিনিধি 12 April 2025 , 8:03:25 প্রিন্ট সংস্করণ
মনিরামপুর যশোর প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলার মাছনা খানপুর গ্রামের হাফেজ বেলাল হুসাইন মিশ্র ফল চাষে অসামান্য সাফল্য অর্জন করেছেন। উচ্চশিক্ষিত এই যুবক এখন এলাকার কৃষকদের জন্য অনুপ্রেরণা। তার ‘শুকরিয়া অ্যাগ্রো ফার্মে’ ২০ জাতের আঙুরসহ নানা বিদেশি ফলের চাষ দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা।
স্থানীয় মাছনা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষাজীবন শুরু করা বেলাল ইসলামিক স্টাডিজে অনার্স শেষ করে ৫ বছর আগে মাত্র দুই বিঘা জমি লিজ নিয়ে মাল্টা চাষ শুরু করেন।
ধীরে ধীরে তার খামারে যোগ হয় ড্রাগন, স্ট্রবেরি, বারমাসি আম-লেবুসহ নানা ফল।
এবার তার সাফল্যের নতুন মাত্রা যোগ হয়েছে আঙুর চাষে। ২০ শতক জমিতে তিনি বাইকুনুর, গ্রিন লং, ব্ল্যাক ম্যাজিকসহ ২০ প্রজাতির আঙুর চাষ করেছেন। থোকায় থোকায় ঝুলছে রংবেরঙের আঙুর, যা দেখতে আসছেন কৌতূহলী মানুষ।
বেলাল জানান, আল্লাহর রহমতে প্রতিটি চাষেই লাভ হয়েছে। আঙুরের বাগানও আশাব্যঞ্জক। এখান থেকে চারা উৎপাদন করে অন্যান্য কৃষকদের মধ্যে বিতরণ করছি।
তার খামারে কাজ করা শ্রমিক ইউনুস আলী বলেন, বেলাল ভাইয়ের এই উদ্যোগ আমাদের ১০-১৫ পরিবারের রোজগারের পথ তৈরি করেছে।
মনিরামপুর উপজেলা কৃষি অফিসার মোছা. মাহমুদা খাতুন বলেন, বেলাল আমাদের জন্য গর্ব। তিনি প্রমাণ করেছেন এ অঞ্চলের মাটি ও জলবায়ু নানা ধরনের ফল চাষের জন্য উপযোগী। আমরা তাকে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি।
প্রান্তিক কৃষক পরিবারে জন্ম নেওয়া বেলালের স্বপ্ন এখন আরও বড়। তিনি চান তার সাফল্য দেখে এলাকার অন্যান্য যুবকও কৃষিকাজে আত্মনিয়োগ করুক।
তার এই অর্জন স্থানীয় কৃষিতে নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে।