অন্যান্য

মনিরামপুরে ৪ বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দাদা আটক

  প্রতিনিধি 21 May 2025 , 10:19:18 প্রিন্ট সংস্করণ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে আম দেওয়ার কথা বলে চার বছর বয়সী পুতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দাদা আল আমিনকে (৩০) আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
শনিবার রাত ১১টার দিকে উপজেলার বাঙালীপুর গ্রামের স্কুল মোড় থেকে গাছের সঙ্গে বেঁধে রাখা অবস্থায় পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় আটক দাদার বিরুদ্ধে রোববার দুপুরে থানায় মামলা করা হয়েছে। আটক ও আহত আল আমিনকে পুলিশি প্রহরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শ্যামকুড় ইউনিয়নের বাঙালীপুর গ্রামের এক কৃষকের চাচা আল আমিন শনিবার সকাল ১০টার দিকে তার চার বছর বয়সী পুতনিকে আম দেওয়ার কথা বলে ঘরে ডেকে নেন। এ সময় ঘরে কেউ না থাকায় শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠে। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গেলে আল আমিন পালিয়ে যায়।

রাত ৮টার দিকে এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, শিশুটির বাবা বাদী হয়ে আল আমিনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন। তাকে পুলিশ হেফাজতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ