অন্যান্য

মনিরামপুর প্রতিভা বিদ্যানিকেতনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  প্রতিনিধি 14 August 2025 , 2:41:54 প্রিন্ট সংস্করণ

মনিরামপুর (যশোর) প্রতিনিধিঃ

যশোরের মনিরামপুর উপজেলার প্রতিভা বিদ্যানিকেতনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ, নগদ অর্থ ও পুরস্কার বিতরণ করা হয়। একই সাথে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ষষ্ট থেকে নবম শ্রেণীর অর্ধ-বার্ষিকী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। প্রতিভা বিদ্যানিকেতনের পরিচালক আনঞ্জুমারা বেগমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের নির্বাহী পরিচালক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু। সহকারী শিক্ষক নয়ন হাসানের পরিচালনায় অন্যান্যাদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক হারুন-অর রশিদ, মইনুল ইসলাম, কামরুজ্জামান, অভিভাবক শাহাজান হোসেন প্রমুখ। প্রধান শিক্ষক প্রকাশ চন্দ্র বিশ্বাস বলেন, বিদ্যালয়ের ৭৮ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ, নগদ অর্থ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। একই সাথে ২০২৫ সালে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ