অন্যান্য

মনিরামপুর হাসপাতালে টাকার লোভে নরমাল ডেলিভারিতেও ঘুষ আদায়

  প্রতিনিধি 18 August 2025 , 4:48:21 প্রিন্ট সংস্করণ


বাদাম বিক্রেতার থেকে টাকা নিয়ে বিপাকে সরকারি হাসপাতালের নার্স


‎মনিরামপুর, যশোর: সন্তান প্রসবের পর মিষ্টি খাওয়ার নাম করে এক বাদাম বিক্রেতা বাবার কাছ থেকে ২ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্স ও আয়ার বিরুদ্ধে। পরে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অনুপ বসুর হস্তক্ষেপে সেই টাকা ফেরত দেওয়া হয়েছে।

‎জানা যায়, গত শনিবার সকালে মনিরামপুর হাসপাতালে এক গৃহবধূ নরমাল ডেলিভারির মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম দেন। এতে খুশি হয়ে পরিবারের সদস্যরা যখন নতুন অতিথির মুখ দেখছিলেন, ঠিক তখনই কর্তব্যরত এক নার্স মিষ্টি খাওয়ার জন্য গৃহবধূর বাবার কাছে ২ হাজার টাকা দাবি করেন। বাদাম বিক্রি করে অতি সামান্য রোজগার করা অসহায় বাবা ১ হাজার টাকা দিতে বাধ্য হন। এরপর মেয়েটির স্বামী হাসপাতালে গেলে এক আয়া তার কাছ থেকে আরও ১৫০ টাকা নেয়।

‎ভুক্তভোগীর পরিবারের এক সদস্য বিষয়টি স্থানীয় এক সংবাদকর্মীকে জানান। তিনি তাৎক্ষণিকভাবে হাসপাতালের আরএমও ডা. অনুপ বসুর সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগের সত্যতা যাচাই করতে আরএমও তদন্ত শুরু করেন। তদন্তে অভিযুক্ত নার্স ও আয়া তাদের দোষ স্বীকার করেন।

‎সংবাদকর্মীর হস্তক্ষেপে এবং আরএমও-এর তৎপরতায় অভিযুক্তরা মোট ১ হাজার ৫০ টাকা ফেরত দেন। এই টাকা ইতিমধ্যে ভুক্তভোগীর পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এই ঘটনায় হাসপাতালের ভেতরের দুর্নীতি এবং সাধারণ মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে অর্থ আদায়ের বিষয়টি আবারও সামনে এসেছে।

‎এই ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আরএমও অনুপ বসুকে ধন্যবাদ জানানো হয়েছে তার দ্রুত এবং কার্যকর পদক্ষেপের জন্য। আশা করা হচ্ছে, এই ঘটনাটি ভবিষ্যতে এমন অনৈতিক কাজ থেকে অন্যদের বিরত থাকতে সাহায্য করবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ