জি এম ফিরোজ উদ্দিন
মনোহরপুর প্রতিনিধি :
মণিরামপুর উপজেলার মনোহরপুরের বিভিন্ন অঞ্চলের হাটবাজারে পানির দামে শীতকালীন সবজি বিক্রি করা হচ্ছে। কমদামে সবজি বিক্রি করে উৎপাদন খরচ পকেটে আসছে না কৃষকের। লাভ যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে।
, উপজেলা মনোহরপুর বাজারে হাটবাজার পরিদর্শনে দেখা গেছে সবজি বিক্রি হচ্ছে পানির দামে। এরমধ্যে বেগুন বিক্রি হচ্ছে ২৫/৩০ টাকা কেজি, ফুলকপি ১০ টাকা, পাতাকপি ১০ টাকা পিচ, ওলকপি ১০ কেজি, টমেটো ৩৫/৪০ টাকা, গাজর ৪০ টাকা, ক্ষিরাই ৫০ টাকা, সিম ২০/২৫ টাকা, পালংশাক ৫/১০ টাকা আটি, মিষ্টি কুমড়া ৩০ টাকা কেজি, নতুন পিয়াজ ৪৫/৫০ টাকা, পিঁয়াজের কালি ১০ টাকা কেজি, লাউ ১৫ টাকা পিচ, কচুর লতি ২৫ টাকা আটি , মাটে আলু ৬০ টাকা কেজি দরে। আবার স্থানীয় বিভিন্ন অঞ্চলের পাইকারি হাটবাজারে এরচেয়ে অনেক কমদামে সবজি বিক্রি হচ্ছে।
মনোহরপুর বাজারের কাঁচা তরকারির ব্যবসায়ী মো মারুফ হোসেন ও মো জনি গাজি জানান, আমরা মণিরামপুর থেকে কিনে আনি। আমরা কম দামে কিনে আনতে পেরেছি তাই সাধারণ ক্রেতাদের কিনতে ও বাধা নেই।যখন যে দাম হয় তখন সে সব দামে আমরা বিক্রয় করি।বাজার করতে আসা ক্রেতা মো ফারুক হোসেন,মো জাহাঙ্গীর হোসেন ও রফিকুল ইসলাম জানান আমরা বাজার করে শান্তি পাচ্ছি।বেশী বেশী তরকারি কিনতে পারছি।সকল কাচা বাজাব তরিতরকারি খুব কম দামে কিনতে পারছি বলে জানান।