ভবদহ জলাবদ্ধতা ও শীতের জন্য ভবদহ পাড়ের লোকজন চরম কষ্টে জীবন যাপন করছে।তীব্র এই শীতে সমাজের নিম্ন আয়ের মানুষকর একটু উষ্ণতা দিতে৷মণিরামপুরের মনোহরপুরে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেছে।
রোববার বিকালে মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের এক শ্রেণী ক্লাস রুমে।দরিদ্র,অসহায় দের মাঝে এ শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে।এইচ এম বি ( HMBD) ফাউন্ডেশনের সহযোগিতায় ও প্রাইড যশোরের আয়োজনে ভবদহ অঞ্চলের শীতার্থদের শীতবস্ত্র বিতরণ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মণিরামপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো নূর ইসলাম, কম্বল বিতরণ অনুষ্ঠানে মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো গোলাম সরোয়ারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে আরে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত সহকারি জেনারেল ম্যানেজার যশোর প্রধান ডাকঘর মো খলিলুর রহমান খান,,সাংবাদিক রিপন হোসেন সাজু,মো জয়নুল আবেদিন,মো ইউনুচ আলী,সাংবাদিক জি এম ফিরোজ উদ্দিন,মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধাণ শিক্ষক মো ইউনুচ আলী,এইজিএফ(AEGF) এর নির্বাহী পরিচালক প্রভাষক দিপালী রাণী বকসি,মো জুলবক্কার গাজি,বি এম জিন্নাত আলী,,সাগর হোসাইন লাভলু,মোহাম্মদ আলী বিশ্বাস,আব্দুল খালেক মোল্যা,৷সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রাইড যশোরের এর নির্বাহী পরিচালক উজ্জ্বল কুমার বালা, ,।প্রায় দেড়শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
মনোহরপুরে অতিথিরা শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন মনিরামপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান