অন্যান্য

মন খারাপ অপরাজিতার

  প্রতিনিধি 17 October 2024 , 11:22:11 প্রিন্ট সংস্করণ

বিনোদন ডেস্ক

প্রতিবছর ধুমধাম করে নিজের বাসভবনে লক্ষ্মীপূজা করেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তবে এবারের পূজায় আরজি কর-কাণ্ড ঘিরে মন খারাপ তার। তাই তো এবার মণ্ডপে গিয়ে ঢাক বাজাননি কিংবা সিঁদুর খেলাতেও মেতে ওঠেননি তিনি। এমনকি দশমীর দিনই জানিয়ে দিলেন, যে মর্ত্যে রক্তমাংসের লক্ষ্মীদের এত অবমাননা, সেখানে এবার কোজাগরীতে কোনোরকম বিশেষ উদ্‌যাপন তিনি করবেন না।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ