প্রিন্ট এর তারিখঃ জুলাই ২০, ২০২৫, ৩:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২৪, ১১:২২ এ.এম
মন খারাপ অপরাজিতার

বিনোদন ডেস্ক
প্রতিবছর ধুমধাম করে নিজের বাসভবনে লক্ষ্মীপূজা করেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তবে এবারের পূজায় আরজি কর-কাণ্ড ঘিরে মন খারাপ তার। তাই তো এবার মণ্ডপে গিয়ে ঢাক বাজাননি কিংবা সিঁদুর খেলাতেও মেতে ওঠেননি তিনি। এমনকি দশমীর দিনই জানিয়ে দিলেন, যে মর্ত্যে রক্তমাংসের লক্ষ্মীদের এত অবমাননা, সেখানে এবার কোজাগরীতে কোনোরকম বিশেষ উদ্যাপন তিনি করবেন না।
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.