
আসাদুজ্জামান রিফাত
বিএনসিসি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত আধা সামরিক স্বেচ্ছাসেবী বাহিনী।বিএনসিসির সর্বোচ্চ পদ সিইউও (ক্যাডেট আন্ডার অফিসার) পদোন্নিত হয়েছেন নোয়াখালীর চৌমুহনী সরকারী ছালেহ আহমদ কলেজের ক্যাডেট সার্জেন্ট সামিয়া রহমান।সোমবার ১০ ফেব্রুয়ারি ময়নামতি রেজিমেন্টের-৬ বিএনসিসি ব্যাটালিয়নের অধীনে ‘সি’ কোম্পানির চৌমুহনী সরকারী ছালেহ আহমদ কলেজ প্লাটুনের (সেনা শাখা) সর্বোচ্চ পদ সিইউও (ক্যাডেট আন্ডার অফিসার) তিনি পদোন্নিত হন।
তাকে রেঙ্ক ব্যাচ পরিয়ে দেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের ময়নামতি রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদুল হাসান প্রিন্স এবং ৬ বিএনসিসি ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কমান্ডার হাবিবুল্লাহ রাকিব।
সামিয়া রহমান চৌমুহনী সরকারী ছালেহ আহমদ কলেজের উচ্চ মাধ্যমিকের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর অধীনে আয়োজিত রেজিমেন্ট ক্যাম্পিং২৪/২৫ এ সিইউও পরীক্ষা দিয়ে ক্যাডেট সার্জেন্ট থেকে ক্যাডেট আন্ডার অফিসার পদে পদোন্নতি পায়।