অন্যান্য

মশাল জ্বালিয়ে দুমকীতে ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদ

  প্রতিনিধি 14 March 2025 , 7:17:09 প্রিন্ট সংস্করণ

সাকিব হোসেন

 

সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী নিপীড়ন এবং অনিরাপত্তার প্রতিবাদে মশাল জ্বালিয়ে প্রতিবাদ করেছে পটুয়াখালীর দুমকী উপজেলা গনঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

 

শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার নতুন বাজারে গণঅধিকার পরিষদ কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন দুমকী উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মোঃ মুন্না জহির, সদস্য সচিব মোঃ নাসির উদ্দিন জুয়েল, যুগ্ম আহবায়ক মোঃ আতিকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মোঃ রাসেল সিকদার, মোঃ জসিম উদ্দিন, উপজেলা যুব অধিকার পরিষদের আহবায়ক সুবর্না রশিদ প্রমুখ। এছাড়াও ছাত্র অধিকার পরিষদের অন্যান্য নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

 

এসময় বক্তারা সেনাপ্রধানের দৃষ্টি আকর্ষন করে বলেন, দ্রুত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে এবং যথাযথ দায়িত্ব পালন করে দ্রুত ট্রাইবুনাল গঠন করে নারীদের নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখুন। অন্যথায় এসব ধর্ষণ ও নারী নির্যাতনের মত ঘটনার দায় আপনি এড়াতে পারেন না।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ