অন্যান্য

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের জনবল রাজস্বকরণের দাবিতে মানববন্ধন

  প্রতিনিধি 23 March 2025 , 12:20:14 প্রিন্ট সংস্করণ

 

তোফাজ্জল ইসলাম —সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি

 

 

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ( ৭ম পর্যায়ে) প্রকল্পের জনবল রাজস্বকরণ ও আউটসোর্সিং বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

 

রবিবার (২৩ শে মার্চ ) সকাল ১১ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

 

মানববন্ধন কর্মসূচিতে মাস্টার ট্রেইনার আরশারাফ উদ্দিন সভাপতিত্ব করেন।

 

সুনামগঞ্জ জেলার মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা – কর্মচারী ও শিক্ষক কেয়ারটেকার ঐক্য পরিষদ এই মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

 

মাওলানা হাবিবুর রহমান এর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, মাওলানা নুর হোসেন আজিজ, মাওলানা শিশির আহমেদ প্রমুখ।

 

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা তাদের পাঁচ দফা দাবি উত্থাপন করেন।

 

 

দাবিগুলো হচ্ছে, আউটসোর্সিং বাতিল করতে হবে, সকল জনবলকে রাজস্ব ভুক্ত করতে হবে, কর্মী ও কেয়ারটেকারদের স্কেল ভূক্ত করতে হবে, শিক্ষকের সম্মানী বৃদ্ধি করতে হবে,এবং ঈদের পূর্বে প্রকল্প অনুমোদন করে সকল শিক্ষক কেয়ারটেকার ও জনবলের বকেয়াসহ বেতন ভাতাদি পরিশোধ করতে হবে। পরবর্তীতে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

 

 

 

এ সময় আরো উপস্থিত ছিলেন, মাওলানা আবু সুফিয়ান,মাও : নুরুজ আলী, মাও: সিরাজুল ইসলাম, মাও: মজিবর রহমান,মাও: শিশির আহমদ সহ ৩ শতাধিক শিক্ষক ও কর্মকর্তা বৃন্দ।

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ