প্রতিনিধি 5 June 2025 , 12:39:25 প্রিন্ট সংস্করণ
ফয়সাল হায়দার স্টাফ রিপোর্টার।
মাগুরার মহম্মদপুরের পাঁচটি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে ও সমাবেশ করেছে।
বৃহস্প্রতিবার সকাল ১১ টার দিকে আমিনুর রহমান ডিগ্রি কলেজ গেট থেকে শুরু হয়ে আনন্দ মিছিলটি মহম্মদপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় ।
এ আনন্দ মিছিলে নবগঠিত পাঁচটি কলেজ ছাত্রদলের শত শত নেতাকর্মীবৃন্দ অংশ নেয়। নবগঠিত আমিনুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. শামীম শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ নুর আমিন শিকদার সজীব ও সদস্য সচিব মোঃ রজব আলী।
সমাবেশটি পরিচালনা করেন আমিনুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ পিয়াল হাসান।
এর আগে গত ১লা জুনে ২৫ তারিখে মহম্মদপুর উপজেলার আমিনুর রহমান ডিগ্রি কলেজ, নহাটা আইডিয়াল কলেজিয়েট স্কুল , বাবুখালি আদর্শ ডিগ্রি কলেজ, বিনোদনপুর ডিগ্রি কলেজ এবং সরকারি বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কলেজ ছাত্রদলের কমিটি ঘোষনা করেন কেন্দ্রীয় ছাত্রদল।
কমিটি ঘোষনার পর থেকেই নতুন কমিটি গুলো পকেট কমিটি আখ্যা দিয়ে বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, মশাল মিছিল ও সমাবেশ করে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা।