অন্যান্য

মহম্মদপুরে কৃষক আতর লস্কার হত্যা মামলার তদন্তে কালক্ষেপন ও বিচারের দাবিতে মানববন্ধন।

  প্রতিনিধি 12 February 2025 , 11:26:52 প্রিন্ট সংস্করণ

 

ফয়সাল হায়দার স্টাফ রিপোর্টার।

 

মাগুরার মহম্মদপুরে মোঃ আতর লস্কার (৭০) নামের এক কৃষক হত্যা মামলার তদন্ত প্রতিবেদনে কালক্ষেপণ ও খুনিদের বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আতর লস্কার উপজেলার বিনোদপুর ইউনিয়নের উরুড়া গ্রামের যদন লস্কার এর পুত্র।

বুধবার দুপুরে উপজেলার কানুটিয়া বাজারের মহম্মদপুর-মাগুরার সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আয়োজিত মানববন্ধনে নিহত আতর লস্কারের পুত্র উজ্জ্বল লস্কর, স্ত্রী মোছাঃ কোহিনুর বেগম,স্বজন রাসেল শেখ,লাল মিয়া শেখ,সহ স্থানীয় সাধারণ জনগন উপস্থিত ছিলেন।

নিহতের স্ত্রী মোছাঃ কোহিনুর বেগম,ও উজ্জ্বল জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন গত ৪-৯-২০২২ তারিখ কানুটিয়া বাজার থেকে তাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়া আহত করে। পরে তাকে পরিবারের লোকেরা উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থার অবনতি দেখা দেয়।

এক পর্যায়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

আরো বলেন,তিনি নিরিহ প্রকৃতির মানুষ ছিলেন।

তৎকালীন ক্ষমতাসীন ২ নেতার সমর্থকদের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল।

তাদের বিরোধের জেরে তাঁর বাবাকে দিনের বেলা কানুটিয়া কাঁচা বাজারের মধ্যে প্রকাশ্যে কুপিয়ে আহত করা হয় তারপর তার মৃত্যু হয়।

এ ঘটনার আড়াই বছর পেরিয়ে গেলেও অদৃশ্য শক্তির কারনে মামলার তদন্ত প্রতিবেদন এখনও দিচ্ছে না পুলিশ।

আমরা মামলার তদন্ত প্রতিবেদন দ্রুত দেওয়ার জন্য অনুরোধ করছি এবং মামলার আসামীদের বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকরের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহমান বলেন,মামলাটি বর্তমানে সিআইডিতে তদন্তধীন রয়েছে।

 

আরও খবর

এবার ধরা খেল কলিকাতা হারবাল:

গুরুদাসপুরে নবজাতক হত্যায় ক্লিনিক পরিচালক তিন সহোদর গ্রেপ্তার।

বাংলাদেশসহ চার দেশ সাংবাদিকদের জন্য বিপজ্জনক

অভয়নগরে সন্ত্রাসীদের হামলায় নিহত ১ : আহত ২

পাইকগাছায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা নাজমুল হোসেন সানা (পাইকগাছা, খুলনা) খুলনার পাইকগাছায় পারিবারিক কলহের জেরে বিষপানে হীরা মন্ডল (২২) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে উপজেলার গড়ইখালী ইউনিয়নের আমিরপুর গ্রামে‌ এঘটনা ঘটে। হীরা মন্ডল ওই বাড়ির অনুপ মন্ডলের স্ত্রী। এবং পাশ্ববর্তী লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামের দেবাশিষ মন্ডলের মেয়ে। তিন বছর আগে পারিবারিক ভাবে হীরা মন্ডল ও অনুপ মন্ডল বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারিক দ্বন্দ্বে শশুর-শাশুড়ির সাথে অভিমান করে তিনি বিষ পান করেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন জানান, পারিবারিক কলহের জেরে বিষপান করে আত্মহত্যা করে হীরা মন্ডল নামের এক গৃহবধু। মৃতদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

৮ গোপন কক্ষের সন্ধান পেয়েছে গুম তদন্ত কমিশন

                   

জনপ্রিয় সংবাদ