প্রতিনিধি 8 February 2025 , 2:16:57 প্রিন্ট সংস্করণ
ফয়সাল হায়দার স্টাফ রিপোর্টার
ক্যাডেট ভর্তি প্রস্তুতির ছোয়া মহম্মদপুরে
মাগুরা মহম্মদপুরে ক্যাডেট কলেজে ভর্তি প্রস্তুতির ক্যাডেট কেযার শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মহম্মদপুর উপজেলা সদরের রাজবাড়ী মোতালেব ভিলায় অবস্থিত এ শাখায় ৩য় শ্রেণি থেকে ৭ম শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ১০ই ফেব্রুয়ারী থেকে ১৪ ই ফেব্রুয়ারী পর্যন্ত ভর্তী চলবে এবং ১৫ ই ফেব্রুয়ারী থেকে ক্লাস শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
শনিবার সকাল ১১ টায় ক্যাডেট কেয়ার শাখার শুভ উদ্বোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ফিতা কেটে নতুন শাখার শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির শাখা ব্যবস্থাপক মাহামুদুন নবী ডাবলুর পিতা মো: মোতালেব হোসেন জমাদ্দার।
উদ্ভোধন শেষে মিলাদ মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীপুর সরকারী কলেজের পদার্থ বিভাগের বিভাগিয় প্রধান মি: শাহিনুর ইসলাম সোহেল , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মো: ফিরোজ হোসেন, প্রেসক্লাব মহম্মদপুরের সিনিয়র সাংবাদিক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার মহম্মদপুর প্রতিনিধি এস আর এ হান্নান, মহম্মদপুর বার্তার সম্পাদক মো: সালাহউদ্দিন আহম্মেদ মিল্টন, প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব মহম্মদপুর এর সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা, প্রেসক্লাব মহম্মদপুরের যুগ্ম সাধারণ সম্পাদক মো: রাসেল পারভেজ, জালাল উদ্দীন হাককানী, বিশ্বজিৎ সিংহ রায়, আবুল খায়ের রনি, মো: ফয়সাল হায়দার, মো: জাকির হোসাইন।