ফয়সাল হায়দার স্টাফ রিপোর্টার
ক্যাডেট ভর্তি প্রস্তুতির ছোয়া মহম্মদপুরে
মাগুরা মহম্মদপুরে ক্যাডেট কলেজে ভর্তি প্রস্তুতির ক্যাডেট কেযার শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মহম্মদপুর উপজেলা সদরের রাজবাড়ী মোতালেব ভিলায় অবস্থিত এ শাখায় ৩য় শ্রেণি থেকে ৭ম শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ১০ই ফেব্রুয়ারী থেকে ১৪ ই ফেব্রুয়ারী পর্যন্ত ভর্তী চলবে এবং ১৫ ই ফেব্রুয়ারী থেকে ক্লাস শুরু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
শনিবার সকাল ১১ টায় ক্যাডেট কেয়ার শাখার শুভ উদ্বোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ফিতা কেটে নতুন শাখার শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির শাখা ব্যবস্থাপক মাহামুদুন নবী ডাবলুর পিতা মো: মোতালেব হোসেন জমাদ্দার।
উদ্ভোধন শেষে মিলাদ মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীপুর সরকারী কলেজের পদার্থ বিভাগের বিভাগিয় প্রধান মি: শাহিনুর ইসলাম সোহেল , বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মো: ফিরোজ হোসেন, প্রেসক্লাব মহম্মদপুরের সিনিয়র সাংবাদিক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার মহম্মদপুর প্রতিনিধি এস আর এ হান্নান, মহম্মদপুর বার্তার সম্পাদক মো: সালাহউদ্দিন আহম্মেদ মিল্টন, প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব মহম্মদপুর এর সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা, প্রেসক্লাব মহম্মদপুরের যুগ্ম সাধারণ সম্পাদক মো: রাসেল পারভেজ, জালাল উদ্দীন হাককানী, বিশ্বজিৎ সিংহ রায়, আবুল খায়ের রনি, মো: ফয়সাল হায়দার, মো: জাকির হোসাইন।