প্রতিনিধি 7 August 2025 , 3:33:46 প্রিন্ট সংস্করণ
ফয়সাল হায়দার স্টাফ রিপোর্টার
মাগুরার মহম্মদপুরে “দেশ ও সমাজ গঠনে অবসরপ্রাপ্ত সৈনিকদের ভূমিকা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে মহম্মদপুর উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে অবসরপ্রাপ্ত সৈনিক সংস্থা, মহম্মদপুর উপজেলা শাখা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ও কৃষিবিদ গ্রুপ শিল্প পরিবারের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাক্তন সৈনিক সংস্থার সভাপতি মোঃ মফিজুর রহমান হারুন এবং সঞ্চালনায় ছিলেন সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট রুহুল আমিন।
আলোচনায় অতিথিদের মধ্য থেকে বক্তব্য রাখেন জেলা প্রাক্তন সৈনিক সংস্থার সভাপতি অ্যাডভোকেট রেজাউল, কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইউনুস আলী, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল, সহকারী অধ্যাপক মোঃ অসিউজ্জামান বুলবুল এবং মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নওশের আলী।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সৈনিক সংস্থার সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত কর্পোরাল মোঃ আব্দুল হালিম এবং অন্যান্য অবসরপ্রাপ্ত সৈনিকবৃন্দ। সভায় আরও উপস্থিত ছিলেন আমিনুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান, সুপার মোঃ ওহিদুজ্জামান, প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা এবং প্রাক্তন সৈনিক সংস্থার সাংগঠনিক সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবুল খায়ের রনি।
বক্তারা বলেন, অবসরপ্রাপ্ত সৈনিকরা শুধুমাত্র বাহিনীতে দায়িত্ব পালন করেই থেমে থাকেন না, তারা অবসর জীবনে সমাজে নেতৃত্ব, সুশাসন এবং দেশ গঠনে ভূমিকা রাখার গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারেন। তাঁদের অভিজ্ঞতা, শৃঙ্খলা ও দেশপ্রেম সমাজ পরিবর্তনের কার্যকর হাতিয়ার হিসেবে কাজ করতে পারে।