অন্যান্য

মহম্মদপুরে ধারালো অস্ত্রের কোপে ভাসান নামের যুবক গুরুতর জখম, অভিযুক্ত বিদ্যুৎ আটক।

  প্রতিনিধি 30 June 2025 , 4:24:31 প্রিন্ট সংস্করণ

ফয়সাল হায়দার স্টাফ রিপোর্টার।

মাগুরার মহম্মদপুর সদরের জাঙ্গালিয়া গুচ্ছগ্রামের চরমকার এলাকায় বিদ্যুৎ রবি দাশ (৩৫) নামের এক ব্যক্তির ধারালো বাটালির কোপে গুরুতর আহত হয়েছেন ভাসান (২৫) নামের এক যুবক।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হঠাৎ করেই বিদ্যুৎ ধারালো জুতা কাটার বাটালির কোপে নুর আমিন ভাসানকে জখম করে। রক্তাক্ত অবস্থায় ভাসান মাটিতে লুটিয়ে পড়েন, এবং প্রচুর রক্তক্ষরণ হয়।

ঘটনার পরপরই উত্তেজিত জনতা বিদ্যুৎকে আটক করে। পরে তাকে মহম্মদপুর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
গুরুতর আহত ভাসানকে প্রথমে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে তার অবস্থার অবনতি হলে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আহতের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ