অন্যান্য

মহম্মদপুরে বাজার বনিক সমিতির শপথ গ্রহন

  প্রতিনিধি 17 July 2025 , 2:01:12 প্রিন্ট সংস্করণ

ফয়সাল হায়দার স্টাফ রিপোর্টার।

মাগুরার মহম্মদপুর বাজার বনিক সমিতির নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ আক্তারুজ্জামান বিল্লাহ ও সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব বিশ্বাসসহ কার্য নির্বাহী কমিটির সকল সদস্যদের শপথ বাক্যপাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ মিজানুর রহমান কাবুল। এর আগে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ মিজানুর রহমান কাবুল। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ জিয়াউল হক বাচ্চু, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি মোঃ আজিজুর রহমান টুটুল প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাজার বনিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ খসরুল আলম।

প্রধান অতিথি শাহীনুর আক্তার তার বক্তব্যে বলেন একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে এই কমিটি নির্বাচিত হয়েছেন। তারুণ্য নির্ভর এই কমিটির মাধ্যমে মহম্মদপুর বাজার একটি মডেল বাজারে পরিনত হবে। উন্নয়ন মূলক কাজের জন্য যে কোন সহযোগিতা চাইলে তিনি করবেন ব্যক্ত করেন। এছাড়া তিনি নবনির্বাচিত কমিটির সকল সদস্য ও সকল ব্যবসায়ীদের উত্তর উত্তর মঙ্গল কামনা করেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ