ফয়সাল হায়দার স্টাফ রিপোর্টার।
মাগুরা মহম্মদপুরে উপজেলা বিএনপির ৭২ টি ওয়ার্ড কমিটির সদস্য সংগ্রহ, মনোনয়ন ক্রয় বিক্রয়ের পরেও ওয়ার্ড কমিটির আসন্ন নির্বাচন বয়কট করলেন বিএনপির একটি পক্ষ। প্রেসক্লাব মহম্মদপুরে রোববার বিকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন বয়কটের বিষয়টি অবহিত করেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ্যাড, মো: মনিরুল ইসলাম মুকুল ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ মো: মৈমুর আলী মৃধা। উপজেলা বিএনপির ৭২ টি ওয়ার্ড কমিটির নির্বাচনের বিষয়ে প্রাথমিক সদস্য সংগ্রহ , যাচাই-বাছাই শেষে ৩০ শে জুলাই নির্বাচনী তফসিল ঘোষনা করেন মহম্মদপুর উপজেলার বিএনপি পুনর্গঠনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন পরিচালনা কমিটি মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: আক্তার হোসেন ও যুগ্ম আহবায়ক মো: আমিনুর রহমান খান পিকুল খান। তফসিল মতে ১লা ও ২রা অক্টোবর মনোনয়ন ফরম ক্রয়ের তারিখ, ৩রা অগষ্ঠ জমাদানের শেষ তারিখ নির্ধারন করা হয়। যাচাই-বাছাই ও প্রত্যাহারের তারিখ নির্ধারন করা হয় ৪ঠা আগষ্ঠ সোমবার এবং একই দিনে প্রতিক বরাদ্দ করা হবে বলে জানানো হয়। এছাড়া ৮ই আগষ্ঠ রোজ শুক্রবার নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়।
বাড়ি-বাড়ি অবৈধভাবে সদস্য অন্তর্ভুক্তি ফরম পাঠানো, প্রতিপক্ষের সদস্যদের প্রয়োজনীয় কাগজপত্র ছিড়ে ফেলা, সার্চ কমিটির অভিযোগ থাকা সদস্যদের বাতিল না করে তাদের সদস্য হিসেবে অন্তর্ভুক্তিকরন, সদস্য ফরম জমাদানের পরেও অবৈধভাবে কাগজপত্র সংযোজন-বিয়োজন, একটি পক্ষের পাল্লা ভারী করতে আওয়ামীলীগ এবং জামায়াতের কম বয়সীদের সদস্য হিসেবে নাম অন্তর্ভুক্তিকরন, একই জেলা হওয়া স্বত্বেও মহম্মদপুর উপজেলায় ভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে সদস্য অন্তর্ভুক্তিকরন ও দলীয় ত্যাগীদের সদস্য পদ থেকে বাদ দিয়ে দল ত্যাগ করা লোকদের পুনর্বাসন করা সহ নানাবিধ অনিয়ম-অসঙ্গতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে আসন্ন ওয়ার্ড কমিটির নির্বাচনকে বয়কট করার বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন উপজেলা বিএনপির একটি পক্ষ।
মহম্মদপুর উপজেলার বিএনপি পুনর্গঠনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন পরিচালনা কমিটি মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: আমিনুর রহমান খান পিকুল বলেন, যথাযথ নিয়ম মেনে মহম্মদপুর উপজেলা বিএনপির সার্চ কমিটির সদস্য মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, সাবেক উপজেলা বিএনপির সভাপতি মো: গোলাম আজম সাবু , সাবেক সাধারন সম্পাদক মো: জাহাঙ্গির আলম খান বাচ্চু , সাবেক সাধারন সম্পাদক আক্তারুজ্জামান, জেলা বিএনপির সদস্য সৈয়দ আরাফুজ্জামান রিংকু , উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো: নজরুল ইসলাম, সাবেক যুগ্ম আহবায়ক এ্যাড. আহসান হাবিব খান সোহেলের উপস্থিতিতেই চুড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত ও মনোনয়ন ফরম বিক্রয় করা হয়েছে । যেখানে সভাপতি পদে ১৫৩ জন, সাধারন সম্পাদক পদে ১৯৪ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ১৩৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। কমিটির সকল প্রকার দলীয় নিয়ম-কানুন মেনেই বৈধ প্রক্রিয়ায় সকল কার্যক্রম সম্পাদন করা হয়েছে।
মহম্মদপুর উপজেলার বিএনপি পুনর্গঠনের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন পরিচালনা কমিটি মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: আক্তার হোসেন জানান, শতভাগ নিয়ম কানুন মেনেই স্বচ্ছতার ভিক্তিতে তফসিল ঘোষনা, মনোনয়ন ফরম বিক্রয় ও আগামী ৮ ই তারিখে নির্বাচনের দিন ধার্য করা হয়েছে।
সকলের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হইবে।