ফয়সাল হায়দার
স্টাফ রিপোর্টার
রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন ও ওয়ার্ড বিএনপি'র কর্মী সমাবেশ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা সদরের আর এসকেএইচ ইনস্টিটিউশন মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মহম্মদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিলটনের সঞ্চালনায় মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সদস্য ও সাবেক অধ্যক্ষ মতিউর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ্যাড. মনিরুল ইসলাম মুকুল, মোঃ নজরুল ইসলাম, মহিদুল ইসলাম, আরিফুজ্জামান টুকু, আক্তারুজ্জামান বিল্লাহ, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোঃ রফিকুল ইসলাম, বর্তমান আহবায়ক মোঃ তরিকুল ইসলাম তারা, আমিনুর রহমান কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইব্রাহিম সরদার শাকিল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ উপজেলার সকল ওয়ার্ডের নেতা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।