অন্যান্য

মহম্মদপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  প্রতিনিধি 3 September 2025 , 1:36:29 প্রিন্ট সংস্করণ

ফয়সাল হায়দার, স্টাফ রিপোর্টার

মাগুরার মহম্মদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মহম্মদপুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিটি দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি করে। এ উপলক্ষে এক আনন্দ র‍্যালিতে ও আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
​আনন্দ র‍্যালি ও আলোচনা সভা
​প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে মহম্মদপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান থেকে বিএনপির নেতা-কর্মীরা এক বিশাল আনন্দ র্যা লিতে সমবেত হন। র‍্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মহম্মদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা দলীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড বহন করে দলের আদর্শ ও প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতি তাদের শ্রদ্ধা প্রদর্শন করেন।
​র‍্যালি শেষে মহম্মদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মৈমুর আলী মৃধা। তিনি তার বক্তব্যে বিএনপির প্রতিষ্ঠা, দেশের স্বাধীনতা সংগ্রামে দলের ভূমিকা এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন। তিনি তার বক্তব্যে দলের ঐক্য ও সংগ্রামের ওপর জোর দেন। তিনি বলেন, ‘বিএনপি সাহসের দল, এটা আমাদের সংগ্রামের ইতিহাস, আমাদের অহংকার। দলের জন্য সবাই দিয়ে যেতে হবে অবিচল। তিনি নেতা-কর্মীদের সকল ভেদাভেদ ভুলে দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
​নেতৃবৃন্দের বক্তব্য ও অঙ্গীকার
​আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আকতারুজ্জামান আক্তার, সাবেক সভাপতি গোলাম আযম সাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মনিরুল ইসলাম মুকুল এবং মাগুরা জেলা বিএনপির সাবেক সদস্য মওদুদুর রহমান। বক্তারা তাদের বক্তব্যে দলের দর্শন, আন্দোলনের চেতনা এবং আসন্ন দিনগুলোতে সরকারের বিরুদ্ধে তাদের কঠোর প্রতিরোধের অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত।
​এই অনুষ্ঠানে উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন যেমন স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তাদের সক্রিয় অংশগ্রহণ কর্মসূচিতে নতুন মাত্রা যোগ করে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ