অন্যান্য

মহম্মদপুরে ভোক্তা অধিকারের অভিযান, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জরিমানা

  প্রতিনিধি 12 February 2025 , 9:44:07 প্রিন্ট সংস্করণ

ফয়সাল হায়দার  স্টাফ রিপোর্টার।
মাগুরার মহম্মদপুরে বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ভ্রাম্যমাণ আদালত অভিযান
পরিচালনা করেছেন।
গত সোমবার দুপুরে মাগুরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয় উপজেলার মহম্মদপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে।
এ সময় মহম্মদপুর বাজারের বিভিন্ন কসমেটিকস, ফলের দোকান,ফার্মেসি,গ্যাসের দোকান, কনফেকশনারি,মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানকে জরিমানা ও তদারকি করে সর্তক করা হয়।
এর মধ্যে মেসার্স অনন্যা কসমেটিকস নামক প্রতিষ্ঠানে তদারকিতে ফ্রিজ ও র‍্যাক থেকে প্রচুর মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় ও অন্যান্য পণ্য জব্দ করা হয় এবং মেয়াদ মুল্যবিহীন পণ্য বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়।
 উক্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক রামপ্রসাদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ও ৫১ ধারায় সতর্কতামুলক ৫,০০০/=টাকা এবং মেসার্স তুষার স্টোর এর মালিক মো: নাহিদুজ্জামানকে একই অপরাধ ও ধারায় ৩,০০০/=টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এছাড়া ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। অভিযানে ২টি প্রতিষ্ঠানকে মোট ৮,০০০/= টাকা জরিমানা করা হয়।
এছাড়া অন্য সবাইকে ন্যায্যমূল্যের পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনা করেন,মাগুরা জেলা অধিদপ্তর ও  কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর দিলীপ কুমার প্রামাণিক ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।
জানাগেছে,,জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ