
ফয়সাল হায়দার স্টাফ রিপোর্টার।
মাগুরার মহম্মদপুরে বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ভ্রাম্যমাণ আদালত অভিযান
গত সোমবার দুপুরে মাগুরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয় উপজেলার মহম্মদপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে।
এ সময় মহম্মদপুর বাজারের বিভিন্ন কসমেটিকস, ফলের দোকান,ফার্মেসি,গ্যাসের দোকান, কনফেকশনারি,মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানকে জরিমানা ও তদারকি করে সর্তক করা হয়।
এর মধ্যে মেসার্স অনন্যা কসমেটিকস নামক প্রতিষ্ঠানে তদারকিতে ফ্রিজ ও র্যাক থেকে প্রচুর মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় ও অন্যান্য পণ্য জব্দ করা হয় এবং মেয়াদ মুল্যবিহীন পণ্য বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়।
উক্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক রামপ্রসাদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ও ৫১ ধারায় সতর্কতামুলক ৫,০০০/=টাকা এবং মেসার্স তুষার স্টোর এর মালিক মো: নাহিদুজ্জামানকে একই অপরাধ ও ধারায় ৩,০০০/=টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এছাড়া ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। অভিযানে ২টি প্রতিষ্ঠানকে মোট ৮,০০০/= টাকা জরিমানা করা হয়।
এছাড়া অন্য সবাইকে ন্যায্যমূল্যের পণ্য বিক্রয়, মুল্যতালিকা প্রদর্শন ও ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনা করেন,মাগুরা জেলা অধিদপ্তর ও কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর দিলীপ কুমার প্রামাণিক ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।
জানাগেছে,,জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।