ফয়সাল হায়দার স্টাফ রিপোর্টার।
মাগুরার মহম্মদপুর মোঃ কমিরুল মোল্যা (৩২) নামের এক যুবককে মাটিচাপা দিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে। কমিরুল ইসলাম উপজেলার বিনোদপুর ইউনিয়ন নারায়ণ গ্রামের আব্দুর রাজ্জাক মোল্যার ছেলে। গতকাল রোববার মহম্মদপুর থানায় এ বিষয়ে কমিরুলের আপন ভাই জমিরুল একটি মামলা দায়ের করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৯ জুন দুপুরে কমিরুল বাড়ি থেকে রাড়ীখালি বাজারের দিকে যাচ্ছিলেন। বাজারে পৌঁছানোর আগে রাড়ীখালি গ্রামের আব্দুল্লাহ নামের এক যুবক তার গতিরোধ করে গঁলায় গামছা পেঁচিয়ে বেঁধে ফেলে। এরপর কি হয়েছে আর বললে পারে না। তবে কি কারনে ওই ছেলে তাকে মেরে ফেলতে চেয়েছিল সেটা এখনও পারি নাই।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাড়ীখালি গ্রামের আব্দুল্লাহ নামের এক যুবকের নেতৃত্বে আরো ৫-৬ জন রাড়ীখালী বাজারের উত্তরপাড়া এলাকার থেকে কমিরুলকে গঁলায় গামছা পেঁচিয়ে মাটিচাপা দেয়। পরে তাকে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যান। বিষয়টি একটি শিশু দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে কমিরুলের পরিবারের লোকজন ও পুলিশকে খবর দেয়। পরে তাকে চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে
চিকিৎসাধীন রয়েছে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহমান বলেন, এ ঘটনায় কমিরুলের বড় ভাই বাদী হয়ে ছয়জনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন। এখনও কাউকে আটক করা যায়নি। আসামিদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।