ফয়সাল হায়দার স্টাফ রিপোর্টার।
‘জুলাই পূর্ণজাগরণে সমাজ গঠনে শপথ’এই স্লোগানকে সামনে রেখে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে অনলাইনে ভার্চুয়াল শপথ পাঠ দোয়া অনুষ্ঠান একযোগে মাগুরার মহম্মদপুরে ও অনুষ্ঠিত হলো লাখো কণ্ঠে শপথ ও দোয়া,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান, ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান কাবুল, বিশিষ্ট সমাজসেবক জিয়াউল হক বাচ্চু, কাজী সালিমুল হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুস আলী সরদার, প্রেসক্লাব সভাপতি মোঃ আজিজুর রহমান টুটুল, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, জুলাই যোদ্ধা ফৌরদোস রানা ও তাওফিক কালাম অভি।
এছাড়া বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল রব।
শপথ পাঠে অংশগ্রহণকারীরা দুর্নীতি, বৈষম্য, মাদক ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।