অন্যান্য

মহম্মদপুরে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন বিতরণ, যুবদল নেতা বরিউল ইসলাম ।

  প্রতিনিধি 22 January 2025 , 1:50:20 প্রিন্ট সংস্করণ

 

ফয়সাল হায়দার

স্টাফ রিপোর্টার

 

“নতুন আলোয় ঘর বাঁধী, সম্পৃতীর গল্প লিখি ” এমন স্লোগানকে সামনে রেখে মাগুরা মহম্মদপুরের বাবুখালী ইউনিয়নের পাড়ুয়ারকুল এলাকায় দু-পক্ষের সংঘর্ষে ভাংচুরকৃত ক্ষতিগ্রস্ত ৪০ টি পরিবারের মাঝে টিন বিতরণ করলেন ঢাকা দক্ষিণ মহানগর যুবদলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম নয়ন।

বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে উপস্থিত হয়ে এ টিন বিতরণ করেন রবিউল ইসলাম নয়ন।

টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ মহানগর যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। এ সময় আরও উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: গোলাম আজম সাবু, সাবেক সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম খান বাচ্চু, সাবেক সদস্য সচিব মো: আক্তারুজ্জামান, সাবেক যুগ্ম আহবায়ক মো: ইউনুস আলী সরদার, সাবেক যুগ্ম আহবায়ক জহুরুল, সাবেক যুবদলের সাধারন সম্পাদক মো: মিজানুর রহমান মিজান এবং মহম্মদপুর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: আজিজুর রহমান টুটুল, সাধারণ সম্পাদক মো: মাসুদ রানাসহ বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।

রবিউল ইসলাম নয়ন সকল ক্ষতিগ্রস্ত পরিবারের খোজখবর নেন এবং তাদেরকে সর্বাত্বক পাশে থেকে সাহায্য সহোযোগিতার অঙ্গিকার করেন।

উল্লেখ্য সোমবার সকালে পাওনা টাকা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং ৪০ টি বাড়িঘর ভাংচুর এবং ১০ জন আহত হন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ