অন্যান্য

মহম্মদপুরে সাবেক ডিআইজির বাড়িতে ডেকে গৃহবধুকে ধর্ষন

  প্রতিনিধি 12 July 2025 , 12:52:46 প্রিন্ট সংস্করণ

ফয়সাল হায়দার স্টাফ রিপোর্টার।

মাগুরা মহম্মদপুরে বেতনের টাকা দেবার কথা বলে অবসরপ্রাপ্ত ডিআইজির বাড়িতে ডেকে ২১ বছরের এক গৃহবধুকে ধর্ষনের অভিযোগ উঠেছে হারুন (৪৫) নামের এক হোটেল মালিকের বিরুদ্ধে।

শুক্রবার বিকালে উপজেলার পল্লীবিদ্যুত অফিসের সামনে পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজির বাড়িতে এ ধর্ষনের ঘটনা ঘটে।
এ ঘটনায় মহম্মদপুর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছে গৃহবধুর পরিবার।
অভিযুক্ত হারুন পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি মো: আলতাফ হোসেনের বাড়ির ভাড়াটিয়া এবং উপজেলা সদরের ধোয়াইল পূর্বপাড়া এলাকার তফেজ ফকিরের ছেলে । ধর্ষক স্থানীয় একটি খাবার হোটেলের ব্যবসায়ী।
ভুক্তভোগী গৃহবধূ , তার পরিবার ও স্থানীয়দের সুত্রমতে জানা যায়, মহম্মদপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে হারুনের হোটেলে কাজ করতো ওই গৃহবধূ । হারুন ভাড়া থাকতেন সাবেক পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি মো: আলতাফ হোসেনের বাড়িতে। ঘটনারদিন শুক্রবার বিকাল ৩ টার দিকে
বেতনের টাকা দেবার কথা বলে হারুন তার ভাড়া নিয়া ডিআইজি মহোদয়ের বাসায় গৃহবধূকে আসতে বলে। বাড়িতে অন্য কোন লোকজন না থাকায় ফাঁকা বাড়িতে ঘরের ভেতরে নিয়েই মুখ চেপে ধরে জোর পূর্বক ধর্ষন করে হোটেল মালিক হারুন। ধস্তাধস্তি করেও ধর্ষনের হাত থেকে নিজেকে বাঁচাতে পারেনি বলে জানায় ওই গৃহবধূ । গৃহবধূর হাতে ও শরিরের একাধিক স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। ঘটনাটি কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার ভয়ভীতি দেখান হারুন।
পরে গৃহবধূ বাড়ি পৌছে তার পরিবারকে বিষয় টি অবহিত করে। ঘটনাটি নিয়ে পরিবারের পক্ষ থেকে মহম্মদপুর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করা হয়। পুলিশ সংবাদ পেয়ে অবসরপ্রাপ্ত ডিআইজির বাড়িতে গিয়ে উপস্থিত হয়ে ঘটনার তদন্ত করেন।
সাবেক ডিআইজির শ্যালক মো: একরামুল ইসলাম বাড়িতে ধর্ষনের বিষয়ে বলেন, হোটেল ব্যবসায়ী হারুনকে বাড়ির একটি ঘর ভাড়া দেওয়া হয়েছিল । ঘটনারদিন শুক্রবার তিনি জুম্মার নামাজ পড়ে দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে পুলিশ তদন্তের জন্য তার বাড়িতে উপস্থিত হলে তখন ধর্ষণের বিষয়টি জানতে পারেন। তবে গ্রামের এ বাড়িতে অবসরপ্রাপ্ত পুলিশের ডিআইজি থাকেননা , তিনি ও তার পরিবার ঢাকায় থাকেন বলে আরও জানান।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহমান জানান এ বিষয়ে মহম্মদপুর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত আসামিকে আটকের চেষ্টা চলছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ