প্রতিনিধি 4 February 2025 , 8:11:35 প্রিন্ট সংস্করণ
ফয়সাল হায়দার
স্টাফ রিপোর্টার
মাগুরা মহম্মদপুর থানার মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৮০ গ্রাম গাঁজা ও নগদ ৮,৫০০/- এবং গাঁজা মাপার ডিজিটাল মিটারসহ মোঃ মূসা আলী (২৮) খান নামে এক যুবক আটক।
আটক কৃত যুবক মাগুরা,মহম্মদ পুর উপজেলার ০৫ নং বালিদীয়া ইউনিয়নের বালিদীয়া গ্রামের বাসিন্দা মোঃ জহুরুল হক খানের ছেলে মোঃ মূসা খান গোপন সংবাদের ভিত্ততে ০১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ
গত শনিবারে দিবাগত মধ্যরাতে মহম্মদপুর থানার এস আই মোঃ বসির আহম্মেদ, এ এস আই মোঃ সোহাগ এর নেতৃত্বে অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন এ সময় তার নিজ বাড়ি মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের বালিদিয়া খাঁন পাড়া থেকে ১৮০ গ্রাম গাঁজা,নগদ ৮,৫০০/- টাকা ও গাঁজা পরিমাপের ডিজিটাল মিটার সহ তাকে হাতে নাতে আটক করে মহম্মদপুর থানা পুলিশ এছাড়া আরও তথ্য পাওয়া যায় সে দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত।
রোববার সকালে তাকে কোর্টে প্রেরণ করা হয়।