অন্যান্য

মহম্মদপুরে ২৫০ পিছ ইয়াবা সহ যুবক আটক

  প্রতিনিধি 3 September 2025 , 1:34:58 প্রিন্ট সংস্করণ

ফয়সাল হায়দার, স্টাফ রিপোর্টার

মাগুরার মহম্মদপুর উপজেলা নহাটা রনজিতপুর থেকে এক যুবককে ২৫০ পিছ ইয়াবা সহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই অভিযান চালানো হয়।

মহাম্মদপুর থানার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুরের নহাটা তদন্ত কেন্দ্রের পুলিশ কর্মকর্তা পরিদর্শক তপন কুমার, এসআই মাহবুবুল ইসলাম, এএসআই রেজাউল, এএসআই ডাবলুল হক এবং এএসআই রবিউল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানটি নগরীর নহাটা বাজারের পূর্ব পাশে রনজিতপুর ওহিদ মার্কেটের সামনে চালানো হয়।

সংবাদ পাওয়ার পর পুলিশি উপস্থিতি টের পেয়ে জাকির হোসেন (৩১) দৌড়ানোর চেষ্টা করলে তাকে থানার পুলিশ দ্রুত ধরে ফেলতে সক্ষম হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে জাকিরের কাছ থেকে ২৫০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মহম্মদপুর থানায় নিয়ে আসা হয়।

আটক জাকির হোসেন চর্শিনগর ইউনিয়নের দরি সালধা গ্রামের আককাচ মোল্যার ছেলে। জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহমান বলেন, “আটক মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করা চলছে।ক

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ