অন্যান্য

মহম্মদপুর আইডিয়াল একাডেমীর ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ।

  প্রতিনিধি 4 February 2025 , 1:26:30 প্রিন্ট সংস্করণ

 

 

ফয়সাল হায়দার

স্টাফ রিপোর্টার

 

মাগুরার মহম্মদপুর সদরের আইডিয়াল একাডেমীর ৫ম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মহম্মদপুর সদরের আইডিয়াল একাডেমী প্রাঙ্গণে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে আইডিয়াল একাডেমীর মোহাম্মদ আবু নাঈম এর পরিচালনায় আইডিয়াল একাডেমীর পরিচালক (এডমিন) মুহাম্মদ আবদুর রহমানের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে আইডিয়াল একাডেমীর প্রতিষ্ঠাতা ও অস্ট্রেলিয়া সেন্ট মেরিস মসজিদের ইমাম মুহাম্মদ আবু হুরায়রা আল আজহারী উপস্থিত ছিলেন।

 

বিশেষ অথিথি হিসবে এসএমএ আহাদ মহাবিদ্যালয় এর অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, আমিনুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম ইউনুচ আলী, মহম্মদপুর বিএম কলেজের অধ্যাপক রেজাউল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান টুটুল উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।

 

তিনদিন ব্যাপী অনুষ্ঠানের শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

আরও খবর

কক্সবাজার চকরিয়ায় জাল টাকার কারখানায় র‍্যাবের অভিযান, আটক ২

অন্য দেশ থেকে আলু-পেঁয়াজ কেনার কথা ভাবছে বাংলাদেশ, চিন্তায় ভারত

নাজিরপুরে মাদক ব্যবসায়ী শামীমের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

মাগুরার শ্রীপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী রাব্বী আটক।

শ্রীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে টাকা ছিনতাই

পাইকগাছায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা নাজমুল হোসেন সানা (পাইকগাছা, খুলনা) খুলনার পাইকগাছায় পারিবারিক কলহের জেরে বিষপানে হীরা মন্ডল (২২) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে উপজেলার গড়ইখালী ইউনিয়নের আমিরপুর গ্রামে‌ এঘটনা ঘটে। হীরা মন্ডল ওই বাড়ির অনুপ মন্ডলের স্ত্রী। এবং পাশ্ববর্তী লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামের দেবাশিষ মন্ডলের মেয়ে। তিন বছর আগে পারিবারিক ভাবে হীরা মন্ডল ও অনুপ মন্ডল বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারিক দ্বন্দ্বে শশুর-শাশুড়ির সাথে অভিমান করে তিনি বিষ পান করেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন জানান, পারিবারিক কলহের জেরে বিষপান করে আত্মহত্যা করে হীরা মন্ডল নামের এক গৃহবধু। মৃতদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

                   

জনপ্রিয় সংবাদ