অন্যান্য

মহম্মদপুর উপজেলা পরিষদ ঘেরাও করলো ইটভাটা মালিক ও শ্রমিকরা

  প্রতিনিধি 5 March 2025 , 10:54:37 প্রিন্ট সংস্করণ

মোঃ ইকরামুল হোসেন

 

 

মাগুরার মহম্মদপুরে ইটভাটায় মোবাইল কোর্ট করে জরিমানা আদায় ও ভাঙচুরের প্রতিবাদে ” ভাত দাও নাইলে কাজ দাও”এমন স্লোগানে উত্তালিত হয় ভাটার মালিক এবং শ্রমিকরা কয়েক হাজার লোকের উপস্থিতিতে স্লোগান দিতে দিতে উপজেলা পরিষদ ঘেরাও করে বিক্ষোভ মিছিল,মানববন্ধন করেছেন ইটভাটার মালিক-শ্রমিকরা।মঙ্গলবার দুপুরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শেষে মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় উপদেষ্টা,পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তারের কাছে মাধ্যম হিসেবে বিভিন্ন দাবী সম্বলিত লিখিত স্মারক লিপি তুলে দেন ইটভাটা মালিক কর্তৃপক্ষের লোকজন।মঙ্গলবার দুপুরে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাওকালে মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাগুরা জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম আজম সাবু,সাধারণ সম্পাদক আব্দুর রশিদ,সিনিয়র সহ-সভাপতি জাকিরুল ইসলাম,সহ-সভাপতি মোঃ আইয়ুর আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তরুণ প্রমূখ

জেলা সাধারণ সম্পাদক গোলাম আজম সাবু বলেন, মহম্মদপুর উপজেলায় ৩১টি ইটভাটা রয়েছে ভাটা গুলোই প্রতিদিন প্রায় ৮হাজার শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে এ সকল ইটভাটা যদি সরকার বন্ধ করে দেয় তাহলে শ্রমিকরা বেকার হয়ে যাবে তাদের পরিবারের লোকজন নিয়ে রাস্তায় নেমে ভিক্ষা করে খেতে হবে।তাছাড়া দেশের রাস্তাঘাট,ঘরবাড়ি সহ সকল অবকাঠামো নির্মাণে ব্যবহৃত ইট সরবরাহ বন্ধ হয়ে যাবে তাহলে উন্নয়নের ধারা ব্যাহত হবে।দেশের উন্নয়নের সঙ্গে সমতা রেখে আমরা ইটভাটার মালিকগণ বায়ুদূষণ রোধে সরকার নির্দেশিত আধুনিক প্রযুক্তির জিগজাগ ভাটা স্থাপনে জ্বালানি সাশ্রয়ী, পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।আমরা সরকারকে নিয়মিত ভ্যাট,ট্যাক্স দিয়ে আসছি।তাহলে আমাদের কি অপরাধ আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করছি দেশের শ্রমিকদের দিকে তাকিয়ে ইটভাটা বন্ধের সিধান্ত থেকে ফিরে আসবেন

তিনি আরও জানান,আমাদের দাবী না মানলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ