প্রতিনিধি 21 January 2025 , 3:15:26 প্রিন্ট সংস্করণ
মাগুরা মহম্মদপুরের দুইশত পাওনা টাকাকে কেন্দ্র করে প্যানেল চেয়ারম্যানের বাড়িঘরসহ হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’পক্ষের দশজন আহত এবং ৪০টি ঘরবাড়িতে ভাংচুর ও লুটপাট করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বাবুখালী ইউনিয়নের পাড়ুয়ারকুল গ্রামে এ ঘটনা ঘটেছে। আহতদের মাগুরা সদর ও মহম্মদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, পাড়ুয়ারকুল এলাকার লালমিয়ার ছেলে রাসেলের কাছে ২শত টাকা পেত একই গ্রামের শাহীন নামের এক যুবক। রবিবার সন্ধ্যায় পাড়ুয়ারকুল গ্রামের শিবনাথ মোড়ের শিবুর চায়ের দোকানে শাহীনের সাথে রাসেলের দেখা হয়। রাসেলকে দেখতে পেয়ে পাওনা টাকা ফেরৎ দিতে বলেন শাহীন। টাকা না থাকায় রাসেল টাকাটি পরের দিন বিকালে ফেরৎ দিত চায়। এ নিয়ে রাসেলের সাথে শাহীনের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়।
বাবুখালী ইউনিয়নর প্যানল চেয়ারম্যান ও হামলার স্বীকার ইসমাইল হোসেন বলেন, ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সেকেন্দার নেতৃত্বে দুইশত থেকে আড়াই শত লোকজন নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সকাল ছয়টার দিকে আমার বাড়িসহ সাধারণ জনতার বাড়ি ভাংচুর ও লুটপাট করে ব্যাপক ক্ষতি করে। এ ঘটনার বিচার দাবি করছি।
সংঘর্ষের বিষয়ে সেকেন্দারের মোল্যার সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বলন, বর্তমান পরিস্থিতব শাস্ত রয়েছে। পুণরায় সংঘর্ষ এড়াত ঘটনাস্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয় এখনও কোন অভিযাগ বা মামলা হয়নি।