অন্যান্য

মহম্মদ পুরের উজ্জল ও মেধাবী মুখ,এম.এম.তারিক-উল্লাহ (শোভন)।

  প্রতিনিধি 21 January 2025 , 12:37:43 প্রিন্ট সংস্করণ

মোঃইকরামুল হেসেন,মাগুরা। 

 

বাংলাদেশ সিভিল সার্ভিস(বিসিএস)

এ পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার যোগদান করায়

প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন

 

৪৩ তম বিসিএসে সহকারী পুলিশ সুপার (এ এস পি) পদে যোগদান করেছেন এম এম তারিক-উল্লাহ শোভন

মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার কৃতি সন্তান এম এম তারিক – উল্লাহ শোভন। পিতাঃ এম এম মৈমুর আলী মৃধা। এম এম তারিক -উল্লাহ শোভনের বাবা মোহাম্মদপুর সদরের বাসিন্দা ও নড়াইল লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের এস.এম.এ আহাদ মহাবিদ্যালয়ের একজন স্বনামধন্য অধ্যক্ষ এম এম মৈমুর আলী মৃধা

 

মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার কৃতি ও মেধাবী মুখ জনাব এম এম তারিক-উল্লাহ স্বভন বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এ পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে আজ ( ১৫ জানুয়ারি ২০২৫) যোগদান করেছেন।

 

৪৩ তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছেন এম এম তারিক উল্লাহ শোভন

 

এম এম তারিক উল্লাহ শোভন মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা সদরের সরকারী আর এস কে এইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক মাধ্যমিক থেকে এস.এস.সি

 

ঢাকার নটরডেম কলেজ থেকে এইচ.এস.সি ও ইসলামী ইউনিভার্সিটি অফ টেকনোলজি, গাজীপুর থেকে ইলেকট্রনিক এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ইইই) টেকনোলজি বিষয়ে সম্মান শ্রেণীতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন

 

পারিবারিক জীবনে মা -বাবা ভাই-বোন রয়েছে এম এম তারিক – উল্লাহ শোভন  ৪৩ তম বিসিএসের পুলিশ ক্যাডারে প্রথম গৌরব অর্জন করে পুলিশ সুপার (এ এস পি) পদে যোগদান করায় মাগুরার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়ে তার দীর্ঘায়ু কামনা করেছে।।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ