অন্যান্য

মহাদেবপুর সাংবাদিক সাজুর উপর ন্যাক্কারজনক হামলা বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)– তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ

  প্রতিনিধি 28 August 2025 , 1:37:07 প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদকঃ-
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ।
নওগাঁর মহাদেবপুর উপজেলার সাব-রেজিস্ট্রার অফিস ও দলিল লেখক সমিতির অনিয়ম ও দুর্নীতির তথ্যচিত্র সংগ্রহ করতে গিয়ে নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক এ কে সাজু-র উপর সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত অনুযায়ী, গত বুধবার (২৭ আগস্ট) বিকাল ৫টার দিকে মহাদেবপুর সাব-রেজিস্ট্রার অফিসের ভিতরে চলমান অনিয়মের ভিডিও ধারণ করতে গেলে হঠাৎ একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এসময় তাকে অফিসের ভেতরে আটকে রেখে ১৫-২০ জন মিলে বেদম মারধর করে এবং তার ক্যামেরা, মোবাইল ফোন, ইয়ারফোন ও ডিবিসি টেলিভিশনের পরিচয়পত্র (আইডি কার্ড) ছিনিয়ে নেয়।

পরে অন্যান্য সাংবাদিক ও পুলিশ এসে তাকে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান বলেন—“এটি শুধু একজন সাংবাদিকের উপর হামলা নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতার উপর বর্বরোচিত আঘাত। আমরা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।”

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার বলেন—
“গণতান্ত্রিক সমাজে সাংবাদিকরা জাতির বিবেক। তাদের উপর হামলা মানে সত্যকে রুদ্ধ করার অপচেষ্টা। আমরা এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি, নওগাঁ জেলা পুলিশ সুপার, নওগাঁ ডিবি পুলিশ ও মহাদেবপুর থানা পুলিশের সুদৃষ্টি কামনা করছি, যেন দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হয়।”

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) স্পষ্ট করে জানাচ্ছে—গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় যেকোনো অন্যায়, অনিয়ম ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সংগঠন সর্বদা সোচ্চার থাকবে।

—বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ