অন্যান্য

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বোচাগঞ্জে এবি পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ

  প্রতিনিধি 21 February 2025 , 8:40:41 প্রিন্ট সংস্করণ

 

লিখন বনিক শুভ, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার বোচাগঞ্জে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) বোচাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।

 

শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকালে বোচাগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এবি পার্টির নেতাকর্মীরা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় এবি পার্টির কেন্দ্রীয় কমিটির গণপরিবহন ব্যবস্থাপনা বিষয়ক সহ সম্পাদক ও দিনাজপুর জেলা সিনিয়র যুগ্ম সদস্য সচিব আমানুল্লাহ সরকার রাসেল, জেলা যুব পার্টির ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু রায়হান, বোচাগঞ্জ উপজেলা এবি পার্টির সদস্য সচিব ফারুক হোসেন, যুব নেতা এনামুল হক, ছাত্রপক্ষের শেখ মিলন, নারী নেত্রী খালেদা বেগম, আলিয়া বেগম সহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

এবি পার্টির নেতারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। শহীদদের আত্মত্যাগ আমাদের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করেছে। তাদের চেতনাকে ধারণ করে আমরা ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।

 

 

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ