সারাদেশ

মহান স্বাধীনতা দিবসে নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান।

  প্রতিনিধি 26 March 2025 , 7:44:40 প্রিন্ট সংস্করণ

মোঃ সফিকুল ইসলাম মাদারগঞ্জ কচাকাটা প্রতিনিধি।
মহান ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে  নাগেশ্বরী উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন হলরুমে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এর আগে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ প্রদর্শন ও বীর মুক্তিযোদ্ধাদের ফুলের শুভেচ্ছা জানানোসহ নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালন করে নাগেশ্বরী উপজেলা প্রশাসন।
 পরে প্রশাসন হল রুমে সংবর্ধনা প্রদান করে বীর মুক্তিযোদ্ধাদেরকে স্বাধীনতার সূর্যসন্তান হিসেবে আখ্যায়িত করে বক্তব্য রাখা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, কৃষি অফিসার শাহারিয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হোসেন ও  প্রেসক্লাব নাগেশ্বরী’র সভাপতিসহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ