প্রতিনিধি 3 August 2025 , 12:45:38 প্রিন্ট সংস্করণ
ফয়সাল হায়দার স্টাফ রির্পোটার
মাগুরার মহম্মদপুরে পাঁচ জুয়াড়িকে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ।
শনিবার বিকাল সাড়ে ৩ ঘটিকায় হরেকৃষ্ণপুর গ্রামের মুজিবর মোল্যার (মধূমতী নদীর পাড়ের) বাঁশ বাগান থেকে উক্ত জুয়াড়িদেরকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর থানা পুলিশের এসআই বশির, এসআই রেজাউল, এএসআই কামরুল, এএসআই ইউসুফ আলী, এএসআই নজরুল সঙ্গীয় সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন।
এসময় যশোবন্তপুর গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে মোঃ জামাল হোসেন, চর পাচুড়িয়া গ্রামের মৃত আলী মিয়ার ছেলে মোঃ আরব মিয়া, কালিশংকরপুর গ্রামের মৃত গফফার মোল্যার ছেলে মোঃ চুন্নু মিয়া, হরেকৃষ্ণপুর গ্রামের আব্দুস সাত্তার মোল্যার ছেলে মোঃ আমিরুল ও মাগুরা সদর থানার আন্দোলবাড়িয়ার গ্রামের মৃত আফজাল মোল্যার ছেলে মোঃ কামরুল ইসলামকে আটক করা হয়।
আটককৃতদের নিকট থেকে ৫৭ হাজার ১শত ৫০ টাকা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মহম্মদপুর থানায় জুয়া আইনে একটি মামলা করা হয়