অন্যান্য

মহিপুরে দখল বা চাঁদা দাবি নয়, দলীয় ভুল বুঝাবুঝি -সংবাদ সম্মেলন

  প্রতিনিধি 15 October 2024 , 1:45:54 প্রিন্ট সংস্করণ

সৈয়দ রাসেল,

কলাপাড়া (পটুয়াখালী):

দলীয় কোন্দলের জেরে মহিপুর থানা শ্রমিক দলের সভাপতির বিরুদ্ধে দখল ও চাদা দাবীর অভিযোগে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার করা হয়েছে যা আদৌ সত্য নয়। একটি মহল সম্মানহানি করতে গণমাধ্যম কর্মীদের ভূল তথ্য সরবারাহ করে স্বার্থ হাসিলের অপপ্রয়াস চালায়। যার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। এ নিয়ে দলীয় ভুল বোঝাবুঝির অবসান হয়েছে দাবি করে কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে মহিপুর থানা শ্রমিক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টু ভদ্র। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১ টায় কুয়াকাটা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় থানা শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিতি ছিল।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পিন্টু ভদ্র বলেন, গত বৃহস্পতিবার আমাদের দলীয় নেতাকর্মীরা বিভিন্ন অভিযোগ এনে আমার বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল করে । যা মূলতঃ ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। যারা মিছিলে অংশগ্রহণ করেছে তারাও জানতো না কি কারনে তারা মিছিল করেছে। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে এসেছে। পরে মহিপুর থানা বিএনপির সভাপতি সভাপতি জলির হাওলাদার, সাধারণ সম্পাদক এ্যডভোকেট শাহজাহান পারভেজ এবং মহিপুর ইউপি চেয়ারম্যান মোঃ ফজলু গাজী বসে মিমাংসা করে দিয়েছেন। বর্তমানে আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই বলে দাবি করেন।
এসময় মহিপুর থানা শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এবিষয় মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যডভোকেট শাহজাহান পারভেজ জানান, শ্রমিক দলের সভাপতির সাথে স্থানীয় বিএনপির কতিপয় নেতাকর্মীদের সাথে সামান্য ভূল বোঝাবুঝি হয়েছিল। যা আমরা মহিপুর থানা বিএনপি বসে সমাধান করে দিয়েছি।

প্রসঙ্গত: মহিপুর থানা শ্রমিক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টু ভদ্রের বহিষ্কারের দাবীতে একটি বিক্ষোভ মিছিল করে একাংশের নেতাকর্মিরা।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ